## আমাদের এখানে পাচ্ছেন আসল এবং নকল রত্ন পাথর পাশাপাশি রেখে দেখে চিনে নেবার সুযোগ, ফলে কোনটা আসল এবং কোনটা নকল এমন প্রশ্নের উত্তর পাওয়ার পাশাপাশি নকল রত্ন পাথরকে আর আসল বলে বিক্রির কোন সুযোগ আমাদের এখানে থাকেনা।
### হয়তো এমন কোথাও থেকে পাথর কিনেছেন অথবা দেখেছেন যেখানে একই পাথরের যে দেশ ভেদে, কোয়ালিটি ভেদে মূল্যর পার্থক্য হয় তা জানতেই পারেননি। অথবা হাত মুঠ করে আপনাকে অন্ধের মত একটি পাথর ধরিয়ে দিয়েছেন আসল এবং ভালো কোয়ালিটি বলে। ফলে পাথর সম্পর্কে সঠিক তথ্য জানার কোন সুযোগ পাচ্ছেন না। আর আমাদের এখানে পাচ্ছেন আমাদের সংগ্রহে থাকা একই পাথরের দেশ ও কোয়ালিটির উপর নির্ভর করে বিভিন্ন মূল্যর রাশি রত্ন পাথর, যা আপনি পাশাপাশি রেখেই কোয়ালিটির পার্থক্য তুলনা করে নিজের বাজেট অনুযায়ী পছন্দের পাথরটি সংগ্রহ করতে পারবেন। আমাদের প্রতিটা পাথরের মূল্য পূর্বে থেকেই নির্দিষ্ট করে উল্লেখ করা থাকে। ফলে ক্লায়েন্ট এবং তার আর্থিক অবস্থা বুঝে মূল্য কমানো বা বাড়ানোর কোন সুযোগ আমাদের থাকে না এবং সবার জন্য সমান মূল্য।
### সর্বশেষ পাচ্ছেন আমাদের প্রতিটা আসল রত্ন পাথরের সাথে বাকি জীবনে নকল প্রমাণে সম্পূর্ণ লিখিত মূল্য ফেরত গ্যারান্টি কার্ড। ফলশ্রুতিতে আমাদের প্রতিটা রত্ন পাথরের দায়িত্ব আমাদের। কিন্তু ভাগ্য পরিবর্তনের কথা বলে আমরা কোন প্রকারের রত্ন পাথর বিক্রি করিনা